পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় লেখার জন্য কালো কলমসহ নিম্নোক্ত কাগজপত্রাদি পরিদর্শককে প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে :
ক) লার্নার ড্রাইভিং লাইসেন্স (প্রিন্টেড কালার কপি)
খ) জাতীয় পরিচয়পত্র (মূল কপি)
গ) মেডিকেল সার্টিফিকেট (মূল কপি)
ঘ) শিক্ষাগত যোগ্যতার সনদ (সত্যায়িত ফটোকপি/মূল কপি)
ঙ) ইউটিলিটি বিল [(বিদ্যুৎ/গ্যাস/টেলিফোন) (সত্যায়িত ফটোকপি/ মূল কপি)]
চ) বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/লাইসেন্সের ধরণ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য]
বিশেষ দ্রষ্টব্য : অনলাইনে আবেদন দাখিলের সময় ভূয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ