Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ড্রাইভিং পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় যে সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
Details
বিস্তারিত

পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় লেখার জন্য কালো কলমসহ নিম্নোক্ত কাগজপত্রাদি পরিদর্শককে প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে :

ক) লার্নার ড্রাইভিং লাইসেন্স (প্রিন্টেড কালার কপি)

খ) জাতীয় পরিচয়পত্র (মূল কপি)

গ) মেডিকেল সার্টিফিকেট (মূল কপি)

ঘ) শিক্ষাগত যোগ্যতার সনদ (সত্যায়িত ফটোকপি/মূল কপি)

ঙ) ইউটিলিটি বিল [(বিদ্যুৎ/গ্যাস/টেলিফোন) (সত্যায়িত ফটোকপি/ মূল কপি)]

চ) বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/লাইসেন্সের ধরণ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য]

 

বিশেষ দ্রষ্টব্য : অনলাইনে আবেদন দাখিলের সময় ভূয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশক্রমে                                           

কর্তৃপক্ষ 

 

Publish Date
01/06/2021
Archieve Date
30/06/2023